বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাতে এ বৈঠক শুরু হয়। শেষ হয় বিকেল সোয়া ৫টায়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।
বৈঠক শেষে খালেদা জিয়ার বাসার সামনে উপস্থিত সাংবাদিকদের ড. আব্দুল মঈন খান বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পারিক সম্পর্কের চুক্তি অনুযায়ী প্রতি ছয় মাস অন্তর সরকারের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ঢাকায় আসেন। তাদের এ সফরের অংশ হিসেব ওয়েন্ডি শারম্যান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।’
বৈঠক কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতি, অর্থনীতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
তবে সদ্য সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মঈন খান বলেন, ‘এ বিষয়ে এই মুহূর্তে বলা নীতিগতভাবে ঠিক হবে না। পরবর্তীতে প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের জানানো হবে।’
বিডি-প্রতিদিন/ ০১ মে, ২০১৫/মাহবুব