সদ্য সমাপ্ত তিন সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
শনিবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বৈঠক শেষে এক ব্রিফিংকালে এ তিনি এ দাবি করেন।
তিনি বলেন, নির্বাচনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। স্থানীয় নির্বাচনে প্রাণহাণির মতো ঘটনাও ঘটে। কিন্তু এবারের সিটি নির্বাচনে সে ধরণের কোনো ঘটনা ঘটেনি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
তিনি সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে বলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনের দিন মানুষ সকাল থেকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোট দিয়েছে। তাছাড়া, নির্বাচনে কারচুপি হলে বিএনপি নয় লাখ ভোট পেল কিভাবে?
বিএনপি চেয়ারপার্সনকে উদ্দেশ্য করে মো. নাসিম বলেন, খালেদা জিয়াকে নির্বাচনের আগে জনগণকে নিরব বিপ্লবের কথা বলেছেন। কিন্তু তিনি নিরবে নির্বাচন বর্জন করলেন। আগামী জাতীয় নির্বাচনও বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে হবে বলে মত দেন নাসিম।
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির নেতা কামরুল আহসান, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৫/মাহবুব