বিএনপি পরবর্তী কর্মকৌশল শিগগিরই ঠিক করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আ স ম হান্নান শাহ।
শ্রমিক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।
হান্নান শাহ বলেন, “নির্বাচনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাইনি কেন অনেকে প্রশ্ন করেছেন। আমরা নীরব প্রতিবাদ করেছি। আমরা মনে করি, এটা ঠিক করেছি।”
দলের পরবর্তী কর্মকৌশল নির্ধারণে শিগগিই নীতি-নির্ধারণী বৈঠক হবে জানান বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। তবে কবে নাগাদ আন্দোলনের পরবর্তী কর্মসূচি আসবে তা নির্দিষ্ট করে না বলে অপেক্ষা করার কথা বলেন।
সিটি নির্বাচন নতুন করে আয়োজনের দাবি জানিয়ে হান্নান শাহ বলেন, “২৮ এপ্রিল কারচুপি ও প্রহসন থেকে এটা প্রমাণ হয়ে গেছে, সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে কী ঘটিয়েছিল। এই সিটি নির্বাচনে সরকারের কালো মুখ উন্মোচিত হয়েছে।”
এই নির্বাচন বাতিল না করলে জনগণ আওয়ামী লীগ সরকারকে সমুচিৎ জবাব দেবে, হুঁশিয়ারি দেন তিনি।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৫/মাহবুব