সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নির্বাচনে যারা হেরে যায় তারা নানা প্রশ্ন তুলে, এটা নতুন কিছু নয়।’
শনিবার মাদারীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ‘জনগণ সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতাকে কখনই পছন্দ করে না। জনগণ যখন কোন মতের পক্ষে থাকে তখন তার বিজয় হবেই। নির্বাচনে যারা হেরে যায় তারা নানা প্রশ্ন তুলে, এটা নতুন কিছু নয়।’
সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি আরও বলেন, ‘নির্বাচনে যদি কারচুপি হতো তাহলে বিএনপি এত ভোট কি করে পেল? মোট ৪৪ ভাগ ভোট জনগণ দিয়েছে, তার বিরাট একটি অংশ বিএনপি পেয়েছে। এই নির্বাচন নিয়ে বিএনপি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সেটা পারেনি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ্, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, মাদাীপুর প্রেসক্লাবের আহবায়ক এবিএম বজলুর রহমান রুমি প্রমুখ।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৫/মাহবুব