কবি মহাদেব সাহা গুরুতর অসুস্থ্য। তিনি বর্তমানের কানাডায় ছেলের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য অবস্থায় আছেন।
মহাদেব সাহা ১৯৪৪ সালের ৫ আগস্ট বৃহত্তর পাবনা জেলার ধানঘড়া গ্রামে জন্মগ্রহন করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের একজন অন্যতম প্রধান কবি। প্রকৃতি ও প্রেম তার কবিতায় স্থান পেয়েছে বেশি।
‘এই গৃহ এই সন্ন্যাস’ (১৯৭২), ‘তোমার পায়ের শব্দ’ ইত্যাদি ৯০টিরও অধিক কাব্যগ্রন্থ লিখেছেন তিনি। এছাড়াও তিনি প্রবন্ধ, শিশুসাহিত্য এবং প্রবচনের বই লিখেছেন। বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, আলাওল সাহিত্য পুরস্কারসহ আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।