বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ডা. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, সমাজের বিত্তশালী ও প্রতিষ্ঠিত ব্যক্তিরা স্বাস্থ্য চিকিৎসাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অবদান রাখলে বাংলাদেশ এগিয়ে যাবে।
তিনি আজ শনিবার দুপুরে নোয়াখালী চাটখিলে ওয়াহাব-তৈয়াবা মেমোরিয়াল হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
স্পিকার বলেন, ওয়াহাব-তৈয়াবা মেমোরিয়াল হাসপাতাল একটি জন কল্যান প্রতিষ্ঠান, এই ট্রাস্টের মাধ্যমে বিনামূল্যে ও অর্ধেক মূল্যে জনসাধারণকে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা প্রদান করে আগামীতে এটি গনমুখী প্রতিষ্ঠিান হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় নেওয়ার লক্ষে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে, মানব সেবার সবচেয়ে বড় সেবা হচ্ছে স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা।
ওয়াহাব-তৈয়াবা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মোঃ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডাঃ জাহেদ মালেক, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এ.এইচ.এম ইব্রাহিম, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস ও পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ, সিভিল সার্জন ডাঃ দেলোয়ার হোসেন।
এরপর বিকেলে স্পিকার ড. শিরিণ শারমিন চৌধুরীকে স্থানীয় খিলপাড়া হাইস্কুল মাঠে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ ০৯ মে ১৫/ সালাহ উদ্দীন