জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ট্রাফিক পুলিশর সার্জেন্ট ইমরানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে দুইটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।
উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় শিক্ষকের সঙ্গে অশোভন আচরণ করায় সার্জেন্ট ইমরানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
একই সঙ্গে ঘটনা তদন্তে ডিএমপি ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (উত্তর) কুদ্দুস আমীন এবং উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইকবাল হোসানকে প্রধান করে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।
এর আগে শনিবার রাতে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় সার্জেন্ট ইমরানের হাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক লাঞ্ছিত হন।
বিডি-প্রতিদিন/ ১০ মে, ২০১৫/ রশিদা