কারাগারের বাথরুমে ওজু করতে গিয়ে পড়ে গেলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। তবে তিনি আহত হননি।
রবিবার ভোরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। তবে পড়ে গেলেও তিনি আহত হননি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার মো. ফরিদুর রহমান রুবেল বলেন, ‘বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন রবিবার ভোরে কারাগারের বাথরুমে ওজু করতে যান। ওজু শেষে তিনি দাঁড়াতে গিয়ে হঠাৎ পড়ে যান। তবে তিনি আহত হননি। এরপর তার শারীরিক অবস্থা পরীক্ষার জন্য তাৎক্ষণিকভাবে কারা চিকিৎসক ডাকা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।’
উল্লেখ্য, ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার করা হয়। এরপর তাকে ঢাকা থেকে ২০১৪ সালের ৭ জুন কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৫/মাহবুব