মায়েদের সম্মানে ‘রত্নগর্ভা মা’ শীর্ষক এক অনুষ্ঠানে নিজেদের মা'কে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘আজাদ প্রোডাক্টস অ্যাওয়ার্ড-২০১৪: রত্নগর্ভা মা’ শীর্ষক অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তারা এ আবেগাপ্লুত হয়ে পড়েন।
মায়ের স্মৃতিচারণে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, রাতে কোনো দিন আমাদের সামনে মাকে ভাত খেতে দেখিনি। সব ভাত আমাদের তিন ভাইকে খাইয়ে দিতেন। মা যে কত রাত এভাবে না খেয়ে ছিলেন তার কোনো হিসেব নেই। বড় কষ্টের মধ্য দিয়ে মা আমাদের মানুষ করেছেন। কিন্তু আমাদের বুঝতে দিতেন না।
তিনি আরও বলেন, সপ্তম থেকে নবম শ্রেণী পযর্ন্ত শিক্ষা প্রতিষ্ঠানে তিনবার নাম কাটা গিয়েছিল। বেতন না দেওয়া কারণে পড়াশুনা বার বার বাধার সম্মুখীন হয়েছিল। কিন্তু মায়ের ভালোবাসায় এগিয়ে চলেছি। তিন বছর হলো মাকে হারিয়েছি।
মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাড়ি ফিরতে দেরি হলে মা পথ চেয়ে থাকতেন। মা অনেক কষ্টে মানুষ করেছেন। মায়ের ঋণ কোনো দিন শোধ করা যায় না।
অনুষ্ঠানের ৩৫ মায়ের হাতে রত্নগর্ভা পুরস্কার তুলে দেওয়া হয়। এদের মধ্যে সাধারণ ক্যাটাগরিতে পুরস্কৃত ২৫ মা হচ্ছেন- অনিতা চৌধুরী, নাসরিন ফাতেমা আউয়াল, বেগম রাশিদা চৌধুরী, আনোয়ারা খাতুন, নুরুননাহার হীরা, অধ্যাপক গুলনাহার লুৎফেয়ারা, জয়নব বেগম, সায়েরা রহমান, অধ্যাপক নীলুফার বেগম, সালেহা খাতুন, মোসাম্মৎ সাহেরা খাতুন ফাতেমা, ছালেহা বেগম, জোহরা খাতুন, বেগম আয়েশা খানম, শামছুন নাহার, লিলি বেগম, গুড়ি চাকমা, বিজলী বিশ্বাস, স্বপ্না বড়ূয়া, মেরী বার্নাডেট রয়, আনোয়ারা ইসলাম, বেগম ফাতেমা রশিদ, অ্যাডভোকেট হাসনে আরা গিয়াস, নূরের নেছা ভূঁঁইয়া ও বেগম মনোয়ারা গনি।
অন্যদিকে, বিশেষ ক্যাটাগরিতে পুরস্কৃত ১১ জন হলেন- দিল আফরোজ, মুক্তিযোদ্ধা অপর্ণা রানী বিশ্বাস, রহিমা রহমান, মাহমুদা সুলতানা, মাহমুদা বেগম, ফাতেমা বেগম, আমেনা বেগম, বেগম নূরমহল, রহিমা বেগম, আয়েশা বেগম ও লুৎফুন্নেসা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রফিক উদ্দিন আহমদ, শিক্ষাবিদ হামিদা আলী, আজাদ প্রোডাক্টসের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ, সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ, ফাহমিদা নবী প্রমুখ।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৫/মাহবুব