'রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন-২০১৫' এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া 'ফরেন এক্সচেঞ্জ ইন পার্লামেন্ট রেগুলেশন (অ্যামেণ্ডমেন্ট) অ্যাক্ট ২০১৫'-এর খসড়ায়ও অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের একথা জানান।
প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকীতে গত শুক্রবার শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/১১ মে, ২০১৫/মাহবুব