সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পুলিশ বিভাগের দেয়া তথ্য অনুযায়ী ২০০০ সাল থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত গত ১৫ বছরে পাঁচ হাজার ৩১৬টি সড়ক দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় ৪৫ হাজার ৪৯৫ জনের প্রাণহানি ঘটেছে।
সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত মো. ইসরাফিল আলমের তারকা প্রশ্নের জবাবে সংসদকে তিনি এ তথ্য জানান।
জাতীয় পার্টির সংসদ সদস্য বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নিবন্ধনহীন গাড়ির কোনো পরিসংখ্যান বিআরটিএতে নেই। তবে মোটরযান আইন অনুযায়ী নিবন্ধনহীন গাড়ি রাস্তায় চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। বিআরটিএ এবং জেলা প্রশাসনের সহায়তায় নিবন্ধনহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
বিডি-প্রতিনিধি/০৮ জুন, ২০১৫/মাহবুব