গাজীপুর জেলার টঙ্গীর মিলগেটে আগুনে পুড়ে গেছে শতাধিক ঝুটের দোকান। এ সময় দোকানে থাকা বিভিন্ন ঝুট ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিস টঙ্গীর স্টেশন অফিসার মো. সেলিম জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর মিলগেটে ঝুট গোডাউনে আগুন লাগে। মুহূর্তে আগুন আশপাশের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। দোকানের ভেতরে থাকা বিভিন্ন ঝুট ও অন্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে স্থানীয়দের সহায়তায় দমকলকর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিডি-প্রতিদিন/০৯ জুন ২০১৫/ এস আহমেদ