রাজধানীর শেরেবাংলা নগর থানার নাশকতার মামলায় জামিন পাননি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে মঙ্গলবার রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।
রুহুল কবির রিজভীকে ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা আটক করে। আটকের পর তাকে বিভিন্ন মামলায় ৩০ দিনের রিমান্ড দেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
বিডি-প্রতিদিন/০৯ জুন ২০১৫/ এস আহমেদ