মোজাম্বিক গেলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেখানে ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) বার্ষিক সভায় যোগ দেবেন তিনি। ১০ জুন মোজাম্বিকের রাজধানী মাপুতোতে এ সভা অনুষ্ঠিত হবে। শেষ হবে ১১ জুন। এটি আইডিবির ৪০তম বার্ষিক সভা।
অর্থ মন্ত্রণালয় সূত্রে খবর, সোমবার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে মোজাম্বিকের উদ্দেশ্যে মন্ত্রী ঢাকা ছাড়েন। অর্থমন্ত্রী দুবাই হয়ে মোজাম্বিক যাবেন এবং ফিরবেনও দুবাই হয়ে। মাঝে একদিন কাতারের রাজধানী দোহায় অবস্থান করবেন। সেখানে কাতার জালালাবাদ সমিতির এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ১৩ জুন মন্ত্রীর দেশে ফেরার কথা।
বিডি-প্রতিদিন/ ০৯ জুন, ২০১৫/ রশিদা