চলতি মূল্যের ভিত্তিতে বিশ্বে বাংলাদেশের অর্থনীতি এখন ৪৪তম। চলতি বছরের ১৪ এপ্রিল বিশ্ব ব্যাংকের জিডিপি প্রতিবেদন ও একই মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ তথ্য উপস্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
একনেক সভা শেষে মন্ত্রী বলেন, 'সাম্প্রতিক তথ্য অনুযায়ী ২০১৩ সালে বাংলাদেশের জিডিপি বিশ্বে ৫৮তম স্থানে ছিল। ২০১৫ সালে জিডিপিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৪৪তম। অপরদিকে ক্রয় ক্ষমতার ভিত্তিতে (পিপিপি) ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান ৩৬ তম ছিল। এখন তা ৩৩তম স্থানে পৌঁছেছে।
বিডি-প্রতিদিন/৯ জুন ২০১৫/শরীফ