মানব পাচারের অভিযোগে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে ১৬ জনকে আটক করেছে র্যাব-৩। অভিযানে দুই হাজার ১৬০টি পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের আটক করা হয়।
র্যাব সদর দফতর থেকে সাংবাদিকদের জানানো হয়, লাইসেন্স ছাড়া অবৈধভাবে একটি রিক্রুটিং এজেন্সির নামে বিদেশে লোক পাঠানো হচ্ছিল। আটককৃতদের মধ্যে ওই এজেন্সির মালিকও রয়েছেন।