নরেন্দ্র মোদির সফরকে স্বাগত জানালেও ফের ভারত বিরোধিতার পুরনো রূপে ফিরে গেছে বিএনপি-জামায়াত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী সফরে আসার ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর তারা অভিনন্দন জানালেও তাদের নেতারা কিন্তু ভারত বিরোধিতার বক্তব্য থেকে বেরিয়ে আসেননি। গতকাল তাদের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে তারা আবার পুরনো রূপেই ফেরত গেছে।
বিডি-প্রতিদিন/ ১০ জুন, ২০১৫/ রশিদা