দল থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ নিয়ে জটিলতার অবসানে নির্বাচন কমিশনে চিঠি গেছে সংসদ থেকে। সোমবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদের কাছে চিঠি পাঠিয়েছেন।
নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টা স্পর্শকাতর। এর আইনি দিকগুলো বিচার বিশ্লেষণ করে বিষয়টি কমিশনে উত্থাপন করা হবে। কমিশন সিদ্ধান্ত নেবে।
এই বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, ''সার্বিক বিষয় পর্যালোচনার জন্য আমরা বসব। এক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ ও আগের নজিরগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।''
ইসি কর্মকর্তারা জানান, অতীতের রেওয়াজ অনুসরণ করলে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে থাকার সুযোগ থাকতে পারে লতিফ সিদ্দিকীর। তবে দল থেকে বহিষ্কৃত হওয়ায় সে সুযোগও আর নেই।
যুক্তরাষ্ট্রের হজ নিয়ে মন্তব্যের জের ধরে সমালোচনার মুখে দল থেকে বহিষ্কৃত হওয়ার পাশাপাশি মন্ত্রিসভা থেকেও বাদ দেওয়া হয় লতিফ সিদ্দিকীকে। ওই মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মামলায় নয় মাস কারাগারে থাকার পর সম্প্রতি তিনি জামিনে ছাড়া পান।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই ২০১৫/ এস আহমেদ