বর্তমান সরকারের মন্ত্রিসভায় আবারও পরিবর্তন আসছে। বঙ্গভবনে মঙ্গলবার ছয়জন নতুন মন্ত্রী শপথ নেবেন। সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে সম্ভাব্য ছয় নতুন মন্ত্রীর জন্য ৬টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে বঙ্গভবনে শপথের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
সম্ভাব্য ছয় মন্ত্রীর তালিকায় আছেন কর্নেল অব. ফারুক খান, নুরুল ইসলাম বিএসসি, ডা. দীপু মনি, খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট ও অভিনেত্রী তারানা হালিম এবং আলাউদ্দিন নাসিম।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই ২০১৫/ এস আহমেদ