পটুয়াখালী শহরের বাধঘাট এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যাসহ একাধিক মামলার আসামি গোলাম মাওলা মৃধা (৩৬) নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, গুলির খোসা, ম্যাগজিন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-৮ সদস্যরা। সোমবার ভোর রাতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে শহর সংলগ্ন বাধঘাট এলাকার একটি বাগানে এ ঘটনা ঘটে।
নিহত মাওলা পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকার মৃত নূর হোসেন মৃধার পুত্র। তার স্ত্রীর নাম নিপা আক্তার।
র্যাব ৮ পটুয়াখালীর কমান্ডার এএসপি মো. ফজলুর রহমান জানান, রাত অানুমানিক সাড়ে ৪টার দিকে র্যাবের কাছে খবর আসে শহর সংলগ্ন বাধঘাট এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পাশে একটি বাগানে ১০/১২ জনের একদল সন্ত্রাসী অস্ত্র-শস্ত্র নিয়ে জড়ো হচ্ছে। এ সময় চৌরাস্তা এলাকায় টহলরত র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের উপর গুলি ছোড়ে। পরে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে পিছু হটে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এর পর রেইনট্রি ও কড়াই গাছের বাগান থেকে একজন সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় র্যাব।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দেশীয় একটি বন্দুক, দুইটি ম্যাগজিন, বিপুল পরিমান গোলাবারুদ ও ৬শ' পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত গোলাম মাওলা মৃধার নামে সদর থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ/এস আহমেদ