তিন মাস ১৮ দিন জেলে থাকার পর ৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের হস্তান্তর করা হয়। খবর বাংলানিউজের।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীর কালিঞ্চি নদী সীমান্তের জিরো পয়েন্টে ভারতের হেমনগর থানার পুলিশ বাংলাদেশের শ্যামনগর থানা পুলিশের কাছে দু’টি জেলে নৌকাসহ ৫৭ জেলেকে হস্তান্তর করে। ফিরে আসা জেলেরা কক্সবাজার ও নোয়াখালী জেলার বাসিন্দা।
শ্যামনগর থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুর জানান, ৫৭ বাংলাদেশি জেলেকে হেমনগর থানা পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে। এ সময় ভারতের পক্ষে হেমনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকেশ চ্যাটার্জি, সুন্দরবন কোস্টাল থানার ওসি আবু হাসান, ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি গিরিশচন্দ্র এবং বাংলাদেশের পক্ষে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মামুন ও শ্যামনগর থানার এসআই মুরাদ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৬/ রশিদা