বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনে টাকা চাইলে তাকে ধরে পুলিশে দেওয়ার কথা বলেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। পাশাপাশি অর্থগ্রহণসহ হয়রানির অভিযোগ জানাতে বিটিআরসির ২৮৭২ নম্বরে কল করে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।
রবিবার বাংলালিংকের আয়োজনে রোড-শো শেষে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে সচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় রোড শো-র আয়োজন করে বাংলালিংক।
প্রতিমন্ত্রী বলেন, গত ৩ এপ্রিল পর্যন্ত ৫ লাখ ৪৫ হাজার সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হয়েছে। আগামী ৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিমগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে বার্তা পৌঁছে দেব। প্রথমে দুই ঘণ্টা, এরপর চার ঘণ্টা, ছয় ঘণ্টা- এক সময় পুরোপুরি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে।
বায়োমট্রিক প্রদ্ধতিতে সিম নিবন্ধন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ''বলা হচ্ছে, গ্রাহকের আঙ্গুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে এবং পরবর্তীতে সেগুলো ব্যবহার করা হবে। আঙ্গুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না, আমরা বিজ্ঞাপন দিয়েছি। তবে আমাদের মানসিকতা রয়েছে আমরা নেতিবাচক সংবাদ নিয়ে বেশি চর্চা করি।''
যখনই সরকার একটা ভাল কাজ করে, রাজপথে যে বিরোধীদল আছে, তারা অপপ্রচার চালায়। এটি একটি নেতিবাচক রাজনৈতিক কালচার, এর পরিবর্তন প্রয়োজন বলেও মনে করেন প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৬/ এস আহমেদ