কয়েকদিন ধরে টানা তাপদাহে অতিষ্ঠ হয়ে পরেছে মানুষ। গত কয়েকদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই তাপপ্রবাহ বিরাজ করছে।
রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ অঞ্চলসহ খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে।
এদিকে এ তাপপ্রবাহ আরো দুই দিন থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তর।
গতকাল রোববার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, অব্যাহত থাকতে পারে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ।
এদিকে আজকের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ অঞ্চলসহ সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলাসহ শুকনো থাকতে পারে।
এদিকে গতকাল রোববার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আবহাওয়াবিদরা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবার এ সময়ে তাপমাত্রা বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় বেড়েছে সূর্যের তাপ। আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও বাড়তে পারে।
এদিকে গরম বাড়ার সঙ্গে প্রতিদিনই বাড়ছে হিটস্ট্রোক, ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশিসহ নানা মৌসুমি জ্বরে আক্রান্তের সংখ্যা। ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে এসব রোগ নিয়েই বেশী ভিড় করছেন রোগীরা।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/ হিমেল-০৪