অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংকগুলিতে মোট অলস অর্থের পরিমাণ ৪ হাজর ১৯ কোটি টাকা। এ অলস অর্থ হ্রাস করার লক্ষে সরকার এবং বাংলাদেশ ব্যাক কর্তৃক বহুবিদ পদক্ষেপ গ্রহণ করেছে। ঋণের সুদর হার হ্রাসের মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত তথা অলস অর্থের ব্যবহার বৃদ্ধির জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দ্বাদশ সংসদের অধিবেশন রবিবার মমতাজ বেগম ( মানিকগঞ্জ-২) এর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য দেন। অর্থমন্ত্রীর পক্ষে অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের সাথে স্থানীয় মুদ্রায় রক্ষিতি সঞ্চিতির ওপর ব্যাংক কোন সুদ পায় না। উক্ত স্থিতি বা ক্যাশ রিজার্ভ রিক্যুয়ারমেন্ট (সিআরআর) হিসেবে সংরক্ষণে ব্যবহৃত হয়। এর অতিরিক্ত অংশ (৬.৫০শতাংশ) এস এল আর হিসেবে সংরক্ষণেরপরও বাংলাদেশ ব্যাংকে থাকা অব্যহৃত স্থিতিকে অলস অর্থ হিসেবে বিবেচনা করা হয়।
বিডি-প্রতিদিন/ ০২ অক্টোবর, ২০১৬/ আফরোজ