আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালিত হবে। এ বছর প্রশিক্ষিত যুবক ও নারীদের মধ্য থেকে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি দিচ্ছে সরকার। জাতীয় যুবদিবস ২০১৬ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজ রবিবার সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দৃষ্টান্তমূলক অবদান রাখার উপর ভিত্তি করে স্বীকৃতিস্বরূপ ১৪ জন সফল আত্মকর্মী ও পাঁচজন সফল যুব সংগঠকসহ মোট ১৯ জনকে এ বছর জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার বলেন, "আগামী ১ নভেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুবদের হাতে এ পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি ক্রেস্ট দেওয়া হবে। এ ছাড়া প্রথম পুরস্কার হিসেবে ৫৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৪৫ হাজার টাকা দেওয়া হবে।"
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/তাফসীর-১৭