প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যপুস্তকে ভুলত্রুটির জন্য দায়িদের কয়েক জনের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। পাঠ্যপুস্তকে ভুলত্রুটির জন্য দায়িরা কেউ রেহাই পাবে না। সংসদে জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে আজ তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, এ ব্যাপারে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে ভুল-ত্রুটি রয়েছে, এর জন্য দায়ি ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে। কয়েক জনকে শাস্তিও দেয়া হয়েছে। বাকি তদন্ত শেষ হলে ভবিষ্যতে যেন এ ধরনের ভুল না হয়, এ জন্য দায়িদের যথোপযুক্ত শাস্তি দেয়া হবে।
মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রায় ১১ থেকে সাড়ে ১১ কোটি বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে ছাপানো হয়। কারিকুলাম তৈরি থেকে শুরু করে প্রুফ রিডিং পর্যন্ত তারাই করে থাকে। এর জন্য মন্ত্রণালয় প্রায় ১১ কোটি টাকা ফি দিয়ে থাকে। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক বিদ্যালয়ের জন্য যে বই দেয়, এটাও এই প্রতিষ্ঠান থেকেই নিয়ে থাকে।
তিনি আরো বলেন, আগে বইয়ের মান নিয়ে কথা উঠলেও এবার তা হয়নি। এবার যা হয়েছে ভুল-ত্রুটির বিষয়ে কথা উঠছে। ইতিহাস বিকৃতি নিয়েও তেমন কোন কথা আসেনি। সকল বিষয় নিয়েই বিস্তারিত তদন্ত হচ্ছে। দায়িরা কেউই রেহাই পাবে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার