সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বর্তমানে দেশে হিজড়া সম্প্রদায়ের লোক রয়েছে ১০ হাজার ১৩৯ জন। বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে বেদে, হিজড়া ও হরিজন সম্প্রদায়ের পরিসংখ্যানগত কোন জরিপ হয়নি। তবে সমাজসেবা অধিদফতরের জেলা পর্যায়ের তথ্য অনুযায়ী ৭৫ হাজার ৭০২ জন বেদে, ১০ হাজার ১৩৯ জন হিজড়া এবং ২ লাখ ৬৪ হাজার ৬১৬ জন হরিজন সম্প্রদায়ের লোক রয়েছে। প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ অনুযায়ী দেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৭১৬ জন।
প্রতিমন্ত্রী বলেন, "সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব ব্যক্তির শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। স্কুলগামী বেদে, হিজড়া ও হরিজন শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে চার স্তরে প্রাথমিক স্তর-৩শ’, মাধ্যমিক স্তর ৪৫০ ও উচ্চ মাধ্যমিক স্তর ৬০০ এবং উচ্চতর স্তরে ১ হাজার টাকা উপবৃত্তি দেয়া হয়। ৫০ বছর বা তার বেশি বয়সের অক্ষম ও অসচ্ছল হিজড়াদের বয়স্ক ভাতা বা বিশেষ ভাতা মাসিক ৬শ’ টাকা এবং বেদে ও হরিজন বয়স্ক ভাতা বা বিশেষ ভাতা মাসিক ৫০০ টাকা করে দেয়া হয়।"
প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ আরও জানান, "প্রতি জেলায় ৫০ জনকে ৫০ দিনের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের সমাজের মূল স্রোতধারায় আনা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১০ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়।"
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-২