মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সহধর্মিনী জাহানারা জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
ওবায়দুল কাদের মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।
রবিবার রাত পৌনে ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর গুলশানের বাড়িতে ইন্তেকাল করেন জাহানারা জামান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম