মূল্য সংযোজন কর (মূসক) আইন কিছুটা সংশোধন করে ব্যবসায়ীদের জন্য ভ্যাট আইনে একটি ‘স্বস্তিদায়ক হার’ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে ‘ভ্যাট অনলাইন মোবাইল হেল্প ডেস্ক’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আগামী জুলাই মাস থেকে যে মূল্য সংযোজন কর (মূসক) আইন কার্যকর হওয়ার কথা রয়েছে, তা কিছুটা সংশোধন করা হবে। আর সেখানেই ব্যবসায়ীদের জন্য ভ্যাট আইনে একটি ‘স্বস্তিদায়ক হার’ নির্ধারণ করা হবে।
বিদেশিদের উৎসাহিত করার জন্য সম্পূরক শুল্ক তুলে দেয়া হচ্ছে, স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘যারা এমন কমেন্টস করেছে, তারা রাবিশ।’
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/মাহবুব