শপথ নিয়েছেন নবনির্বাচিত কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কু। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শপথের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু।
এর আগে গত ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নির্বাচনে ৬৮ হাজার ৭৯৫ ভোট পেয়ে ফের মেয়র নির্বাচিত হন বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পান ৫৮ হাজার ২৬১ ভোট।
বিডি প্রতিদিন/ ১১ মে ২০১৭/আরাফাত