কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত কাউন্সিলররা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
২২ জন সাধারণ আসনের ও সংরক্ষিত আসনের সাতজন সদস্যসহ মোট ২৯ জন নব নির্বাচিত কাউন্সিলর শপথ নেন।
স্থানীয় সরকার সচিব আবদুল মালেকের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন- কুমিল্লা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ও অতিরিক্ত সচিব মাহবুব হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/ ১১ মে ২০১৭/আরাফাত