রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুরের জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে ১১ বোমা, দুই রাউন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল শুক্রবার সকাল ১১টার দিকে আস্তানা থেকে এসব উদ্ধার করে। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুমিত চৌধুরী।
তবে এখনো ধানক্ষেতে পড়ে আছে পাঁচ জঙ্গির মরদেহ। ধারণা করা হচ্ছে, তাদের শরীরে কোনো বিস্ফোরক থাকতে পারে। এ জন্য একটু সময় নেওয়া হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সকালে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানের সময় তারা আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হন। ঘটনাস্থলের চারপাশে এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। নিষেধাজ্ঞা থাকা এলাকায় উড়ছে লাল পতাকা। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, সকালে পুলিশ সদস্যদের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। এর পরপরই অভিযানেরও প্রস্তুতি নেওয়া হয়। অভিযান শুরুর পর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
বিডি প্রতিদিন/ ১২ মে ২০১৭/আরাফাত