মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ে মারা গেছেন আছিয়া খাতুন নামের এক বৃদ্ধা (৭৫)। চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
মৃত আছিয়া খাতুন বোয়ালিয়া গ্রামের বরকত আলীর স্ত্রী। তার ছয় কন্যা সন্তান রয়েছে। স্বামী মারা যাওয়ার পর আছিয়া খাতুন তার পঞ্চম কন্যা মোমেনা খাতুনের বাড়িতে থাকতেন। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মোমেনার স্বামী সাফাত আলী জানান, মশার কয়েল থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন প্রথমে কাঁথা ও পরে ঘরে রাখা জ্বালানি কাঠে লেগে যায়। তাদের শয়নকক্ষের পাশে আরেকটি কক্ষে শাশুড়ি আছিয়া খাতুন থাকতেন। রাতে তারা ঘুমিয়েছিলেন। তার বড় ভাইয়ের স্ত্রী ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে জেগে উঠে দেখতে পান কক্ষটি পুড়ে গেছে।
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন কারা চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল মোমেন বলেন, এটাকে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হলে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/ ১২ মে ২০১৭/আরাফাত