মিয়ানমারের সীমান্তে ৯০০ কিলোমিটার জায়গাকে ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। সেই জায়গায় নজরদারি বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। তিনি বলেন, 'মিয়ানমারের বাহিনী আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। আমরাও দিচ্ছি। যোগাযোগটা থাকলে সম্পর্কটা আরো ডেভেলপ করবে। ' বিজিবি সদর দপ্তর পিলখানায় আজ সকালে বিজিবির বর্ডার সার্ভিল্যান্স সিস্টেম ও পরিমার্জিত ওয়েব পেইজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন।
স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে সীমান্তের কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও তদারকির সুবিধার্থে পিলখানায় একটি লার্জ ফরমেট ডিসপ্লে স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে সীমান্তের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা যাবে বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, 'ডিজিটাইজেশনের মাধ্যমে সীমান্তে করাপশন শূন্যের কোঠায় আনা যেতে পারে। আমাদের ৪৫০০ কিলোমিটার বর্ডার রয়েছে। যা ফিজিক্যালি গার্ড করা কঠিন। আমরা মনিটরিং করতে পারি। মনিটরিংটা খুব দরকার। '
বিডি প্রতিদিন/এ মজুমদার