বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে তার গুলশানের বাড়ি ছাড়তে হচ্ছে। গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের ওই বাড়িটি নিয়ে রায় পুর্নবিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে মওদুদ আহমদের দখলে থাকা বাড়িটি ছাড়তেই হচ্ছে। আজ সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মওদুদ আহমদের পক্ষে তিনি নিজে এবং ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও কামরুল হক সিদ্দিকী শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে আবদুল মতিন খসরু ও খুরশীদ আলম খান শুনানিতে ছিলেন।
গুলশান-২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটে এক বিঘা ১৩ কাঠা জমির ওপর ওই বাড়ি অবৈধভাবে দখল ও আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর গুলশান থানায় মওদুদ ও তার ভাইয়ের বিরুদ্ধে এই মামলা করেন দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদ। দুদকের তদন্ত কর্মকর্তা ২০১৪ সালের ২৬ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার অভিযোগপত্র দিলে ওই বছর ১৪ সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক তা আমলে নেন।
গত ৩১ মে দুই পক্ষের রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে আদেশের জন্য ০৪ জুন রবিবার দিন ধার্য করেন আপিল বিভাগ। কর্মদিবসের প্রথম ভাগেই বিষয়টিতে আদেশ দেন সর্বোচ্চ আদলত।
এর আগে ২০১৬ সালের ০২ আগস্ট আপিল বিভাগ ওই রায় দিয়েছিলেন। ওইদিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছিলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজউকের আপিল মঞ্জুর করায় বাড়িটি মওদুদ আহমদের ভাইয়ের নামে নামজারি করতে হবে না। ফলে ভাইয়ের নামে দখল করা বাড়িটি মওদুদ আহমদকে ছাড়তে হবে। এছাড়া দুর্নীতি মামলার অভিযোগ আমলে নেওয়া বৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মওদুদ ও তার ভাই মনজুরের করা আপিল নিষ্পত্তি করে দেওয়ায় বিচারিক আদালতে মামলাটি চলবে না।
বিডি প্রতিদিন/৪ জুন ২০১৭/হিমেল