বিশ্ব শান্তি সূচক ২০১৭ তে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে। ২৩টি নির্দেশককে বিবেচনা করে বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বর্তমানে ৮৪তে অবস্থান করছে বাংলাদেশ। প্রতিবেদনটি প্রকাশ করেছে ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস।
২০১৫ সালে এই সূচকে বাংলাদেশ ৮৪তম অবস্থানে থাকলেও ২০১৬ সালে উঠে আসে ৮৩ নম্বরে। কিন্তু ২০১৭তে আবারো একধাপ পিছিয়ে ৮৪তে অবস্থান করছে দেশটি।
সারা বিশ্বে ৮৪তে অবস্থান করলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশর অবস্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভূটান ও শ্রীলঙ্কা।
সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে নেপাল। এরপর ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের অবস্থান যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম। অন্যদিকে এই সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ১১৪তম এবং প্রথম অবস্থানে রয়েছে আইসল্যান্ড।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে শান্তি ০ দশমিক ২৮ শতাংশ বেড়েছে। ৯৮টি দেশ শান্তিপূর্ণ পরিস্থিতি বৃদ্ধিতে সক্ষম হলেও কমেছে ৬৮টি দেশে।
সারা বিশ্বে সহিংসতার কারণে মোট ১২ দশমিক ৬ শতাংশ জিডিপি কমেছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে নিহতের সংখ্যা ১০ শতাংশ কমলেও যুদ্ধে খরচ হয়েছে ১ দশমিক ০৪ ট্রিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ব্যয় করা হয়েছে ১০ বিলিয়ন মার্কিন ডলার যা যুদ্ধের পিছনে মোট খরচের ১ শতাংশেরও কম।
বিডি প্রতিদিন/১৭ জুন ২০১৭/আরাফাত