টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও নতুন উদ্ভাবনী কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়ন কর্মকাণ্ডের সাথে গবেষণা ও নতুন উদ্ভাবনের সমন্বয় ঘটাতে হবে। পাশাপাশি গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। এজন্য সরকার এবং বেসরকারি পর্যায়ে যৌথভাবে কাজ করা জরুরি।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে ‘ইইউ দিগন্ত ২০২০ : বাংলাদেশের জন্য সুযোগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এ সেমিনারের আয়োজন করে।
এমসিসিআইয়ের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব ডেলিগেশন পিয়েরে মাইদু প্রমুখ বক্তব্য রাখেন।
‘দিগন্ত ২০২০’ হচ্ছে গবেষণা ও নতুন উদ্ভাবনের জন্য ইউরোপীয় ইউনিয়নের ৮০ বিলিয়ন ইউরো তহবিলে গঠিত কর্মসূচি। এটি বিশ্বের গবেষণা সংক্রান্ত সবচেয়ে বড় কর্মসূচি। এই কর্মসূচির আওতায় ইইউ সদস্য দেশ এবং বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের গবেষকরা গবেষণা ও উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ পান।
বিডি প্রতিদিন/১৮ জুলাই ২০১৭/এনায়েত করিম