আগামী সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে সম্পাদক পরিষদ। আজ বেলা ১২ টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, তিনজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা আমাদের উদ্বেগের বিষয়গুলো মন্ত্রিসভায় উপস্থাপন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রহণযোগ্য পরিবর্তন-পরিমার্জনের লক্ষ্যে অংশীজনের সঙ্গে সংলাপের ব্যাপারে প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করেননি। তিনমন্ত্রীর অনুরোধে এর আগের ঘোষিত মানববন্ধন কর্মসূচিও স্থগিত করা হয়েছিলো জানিয়ে সম্পাদক পরিষদ আগামী ১৫ই অক্টোবর এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সম্মেলনে, ৭ দফা দাবি তুলে ধরে সম্পাদক পরিষদ।
লিখিত বক্তব্যে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ডিজিটাল যন্ত্রের মাধ্যমে অপরাধ সংঘটন প্রতিহত করা এবং ডিজিটাল অঙ্গনে নিরাপত্তা বিধানের লক্ষ্যে একটি আইন প্রণয়নের চেষ্টা করতে গিয়ে এমন একটি আইন করা হয়েছে, যা সংবাদ মাধ্যমের কর্মকান্ডের ওপর নজরদারি, বিষয়বস্তুর ওপর নিয়ন্ত্রণ এবং আমাদের সংবিধানপ্রদত্ত সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিকদের বাক ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণের সুযোগ সৃষ্টি করবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন