কুমিল্লায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, জনসংখ্যা বাড়ার সাথে সাথে মামলার সংখ্যাও বাড়ছে। সে অনুযায়ী মামলার নিষ্পত্তি হচ্ছে না। এর জন্য দায়ী অপর্যাপ্ত বিচারক ও এজলাস সংকট। মামলার সংখ্যা কমাতে বিচারক ও আইনজীবীদের আরো আন্তরিক হতে হবে। আদালতের কর্মঘণ্টার পূর্ণ ব্যবহার করতে হবে এবং আইনজীবীদের মামলার বার বার শুনানির প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। বার ও বেঞ্চ সহযোগিতামূলকভাবে এগিয়ে না এলে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন আইন সংসদ ও বিচারমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। বক্তব্য রাখেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবুল হাশেম খান। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম।
বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় বর্তমান সরকার। এই সরকার ক্ষমতায় আসার পর দেশের ৬৪টি জেলার আদালতগুলোতে বিচারকার্য গতিময় করে তুলতে বিচারক নিয়োগ, এজলাস ও জনবল সংকট দূর করেছেন।
কুমিল্লা বিভাগের প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লা বিভাগের প্ল্যান হয়ে গেছে। কিছু কারণে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে বিলম্ব হচ্ছে। তবে কথা দিলাম কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ হবে।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৮/মাহবুব