নির্বাচনে ইলেক্ট্রনিকভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান রেখে ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইনসহ ৩টি বিল পাস করেছে সংসদ।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে আজ সংসদের বৈঠকে বিলগুলি কণ্ঠভোটে পাস হয়। অপর বিল দু’টি হলো, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন-২০১৯’ ও ‘চিটাগাং হিল ট্রাকস (ল্যান্ড একুইজিশন) রেগুলেশন (এমেন্ডমেন্ট) এ্যাক্ট, ২০১৯’।
গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন, ২০১৯ : নির্বাচনে ইভিএময়ের ব্যবহার, মনোনায়পত্র দাখিলের আগের দিন পর্যন্ত ঋণ পরিশোধের বিধান করে গত সংসদ নির্বাচনের আগে রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত অধ্যাদেশটি আইনে পরিণত করতে সংসদ ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন-২০১৯’ বিলটি পাস করেছে। গত ২৬ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপিত হয়। ২৭ ফেব্রুয়ারি কমিটি সংসদে রিপোর্ট দেয়।
আইন মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়। এর আগে বিলের ওপর আনিত সংশোধনীসহ জনমত যাছাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
বিলে জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিকভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার, মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত খেলাপি ঋণ পরিশোধের সুযোগ, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগসহ ইভিএম সংশ্লিষ্ট অপরাধের শাস্তির বিধান রাখা হয়েছে।
চিটাগাং হিল ট্রাকস (ল্যান্ড একুইজিশন) রেগুলেশন (এমেন্ডমেন্ট) এ্যাক্ট, ২০১৯ : বেসরকারিভাবে ভূমি অধিগ্রহণে ক্ষেত্রে সমতলের মতো পার্বত্য চট্টগ্রামেও জমির প্রচলিত দামের অতিরিক্ত ৩০০ ভাগ ক্ষতিপূরণের বিধান রেখে ‘চিটাগাং হিল ট্রাকস (ল্যান্ড একুইজিশন) রেগুলেশন (এমেন্ডমেন্ট) এ্যাক্ট, ২০১৯’বিল আজ পাস করেছে সংসদ। ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিলটি পাশের প্রস্তাব করেন। বিলের ওপর আনিত সংশোধনীসহ জনমত যাছাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব যথারীতি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
বিলে সরকারি প্রতিষ্ঠানের জন্য অধিগ্রহণের জন্য ভূমির ক্ষতিপূরণের হার সমতলের মতো স্থানীয় ভূমি মূল্যের অতিরিক্ত ২০০ভাগ হারে নির্ধারণের বিধান করা হয়েছে। আগের আইনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের পরিমাণ ছিল ১০০ টাকায় ১১৫ টাকা। অর্থাৎ বাজার মূল্যেও থেকে মাত্র ১৫ শতাংশ বেশি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আইন-২০১৯: অ্যাভিয়েশন বা বিমান চালনা ও পরিচালনা সংশ্লিষ্ট উচ্চ শিক্ষার বিভিন্ন পর্যায় অগ্রসর বিশ্বের সাথে সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অ্যাভিয়েশন বিষয়ে উচ্চ শিক্ষা, গবেষণা, আধুনিক জ্ঞানচর্চা ও পঠন-পাঠনের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সংসদ এই বিলটি পাস করেছে। শিক্ষা মন্ত্রী ডা. দিপুমনি বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে পাস হয়। ২৬ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপিত হয়েছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন