কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটির স্থায়ী কমিটির সদস্যরা। তারা অবিলম্বে খালেদা জিয়ার সুচিকিৎসা চান। একই সঙ্গে তার মুক্তির বিষয়ে আইনী লড়াইয়ের পাশাপাশি শিগগিরই রাজপথে আন্দোলনের কথাও চিন্তা করছে দলটির নীতিনির্ধারকরা। এজন্য কি ধরনের কর্মসূচি দেয়া যায় তা নিয়ে বৈঠকে আলোচনা করেছেন তারা। তবে বৈঠকে কোন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি।
আজ বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। এছাড়াও বৈঠকে আসন্ন সুপ্রীম কোর্ট বারের নির্বাচন নিয়ে করনীয় ঠিক করেন নীতিনির্ধারকরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, আমরা ইতোমধ্যে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে তাকে অবিলম্বে সুচিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন এতটাই খারাপ যে, তিনি হাটতে পারছে না, কিছু ধরে রাখতেও পারছে না। এই মুহূর্তে তাকে সুচিকিৎসা দেওয়া সবচেয়ে আগে প্রয়োজন। এসব নিয়ে কি করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া দেশনেত্রীর মুক্তির বিষয়ে আইনী লড়াইও চলবে। পাশাপাশি রাজপথে আন্দোলনের জন্য কি কর্মসূচি দেয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে। তবে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল