সাংগঠনিক স্থবিরতা ও বিশৃঙ্খলার কারণে বিএনপির নীলফামারী জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নীলফামারী জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অতি শিগগিরই আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগ করতে নীলফামারী জেলার দলীয় নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/০২ মার্চ ২০১৯/আরাফাত