স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সারাদেশে নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫৩৫টি। এসব সমিতির মাধ্যমে ৬ লাখ ৮৪ হাজার ৭০ জন লোকের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙার লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, এসব সমিতির মাধ্যমে সুবিধাভোগী পরিবারের পাশাপাশি ২৩ হাজার ১১৮টি সমবায় সমিতি ঋণদান কর্মসূচির সঙ্গে সংযুক্ত রয়েছে।
এসময় তিনি আরও জানান, শুধু রংপুর জেলায় নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে ৮০টি।
প্রতি উপজেলায় সমবায় বাজার প্রতিষ্ঠার পরিকল্পনা
এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) লিখিত প্রশ্নের জবাবে তাজুল ইসলাম জানান, সমবায় অধিদপ্তরের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় দেশের প্রতিটি উপজেলায় পর্যায় ক্রমে সমবায় বাজার প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারে আছে। বর্তমানে সমবায়ের মাধ্যমে কৃষি পণ্যের বাজারজাতকরণ ও ভেল্যু চেইন উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে যা পর্যায়ক্রমে সকল উপজেলায় সম্প্রসারিত করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার