স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে জাতি কীভাবে এগোবে। খাদ্যে ভেজাল দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না, এটা মানুষের মৌলিক অধিকার।
বুধবার দুধ ও দইয়ে ভেজাল নিয়ে শুনানিকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে এমন মন্তব্য করেন।
কোন কোন কোম্পানির দুধে ক্ষতিকর রাসায়নিক উপাদান পাওয়া গেছে, তা সুনির্দিষ্ট না করায় সংশ্লিষ্ট কোম্পানির নাম আদালতে উপস্থাপন করতে বলেন হাইকোর্ট। একইসঙ্গে এর সঙ্গে জড়িতদের নাম-ঠিকানা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে দাখিলের নির্দেশ দেয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন