বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা অত্যন্ত কঠিন একটি সময় পার করছি। এতো বড় কঠিন সময় হয়তো বাংলাদেশে কখনোই আসেনি।
তিনি বলেন, আমার কাছে মনে হয় ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তার আগের মুহূর্তেও আমরা এতো অসহায় বোধ করেনি। তখন সামনে স্বপ্ন ছিল, আমাদের একটা শক্তি ছিল, জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্য ছিল। এখন মনে হচ্ছে, সমস্ত কিছু ভেঙে তছনছ করে দেয়া হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমাদের যা কিছু অর্জন এবং আমরা যে স্বাধীন সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নগুলোকে ভেঙে ধূলিস্যাৎ করে দেয়া হয়েছে।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৯০ সালে আমরা হারিয়ে যাওয়া গণতন্ত্রকে সংগ্রাম করে ফিরিয়ে নিয়ে আসছিলাম, সেই ফিরিয়ে আনা গণতন্ত্রকেও কিন্তু আমাদের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে। এখন যে একটি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে একটি দানবীয় শক্তি। যারা গণতন্ত্র বিশ্বাস করো না, জনগণের মৌলিক অধিকারে বিশ্বাস করে না, যারা জনগণের স্বাধীনতা বিশ্বাস করে না এবং আমাদের বাংলাদেশ যে স্বাধীন সার্বভৌমত্ব দেশ সেটা সম্পূর্ণভাবে বিপন্ন করে ফেলেছে। এরকম একটি কঠিন অবস্থা আমাদের মাঝে বিরাজ করছে।
বিএনপি মহাসচিব বলেন, মানব সভ্যতার ইতিহাসে আজ পর্যন্ত কোনো স্বেরাচারী দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। কিছুদিন টিকেছে কিন্তু বেশিদিন টিকে থাকতে পারেনি। আমরা দেখেছি প্রাগ-ঐতিহাসিক যুগ থেকেই অর্থাৎ ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আইয়ুব খান পারেননি, এরশাদ পারেননি। এমনকি আওয়ামী লীগও পারেননি। সেই জন্য কেউ হতাশ হবেন না।
বিডি প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৯/আরাফাত