অতি ঝুঁকিপূর্ণ নদী ভাঙন এলাকা চিহ্নিত করে বন্যা ও ভাঙন মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে ডেল্টা প্ল্যান অনুযায়ী সকল নদী খননের মাধ্যমে নদীর প্রবাহ ধরে রাখার জন্য ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করা হয়। এছাড়া পানি সম্পর্কিত সকল খাতকে ডেল্টা পরিকল্পনায় নিয়ে আসার সুপারিশ করে কমিটি।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, সামশুল হক চৌধুরী, মো. ফরিদুল হক খান বৈঠকে অংশ নেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, কমিটি যশোর জেলার মনিরামপুর ও কেশবপুর উপজেলার নদী ও খালগুলোর জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প, দিনাজপুর জেলার খানসামা উপজেলায় আত্রাই নদীর অব্যাহত ভাঙন প্রতিরোধ ও নদীর তীর সংরক্ষণ প্রকল্প ও ফরিদপুর জেলার আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পের কার্যক্রম মানসম্মতভাবে দ্রুত শেষ করার সুপারিশ করে।
বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।