রংপুর-৩ আসনে উপনির্বাচনের পথসভায় পিকআপ ভ্যান থেকে পড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহত হয়েছেন। আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত ফখরুল ইসলাম আলমগীর রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু বলেন, বিকালে দলের প্রার্থী রিটা রহমানের পক্ষে একটি পিকআপ ভ্যানে চড়ে প্রচারণা চালাচ্ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হঠাৎ একটি ছেলে দৌড়ে পিকআপটির সামনে আসলে চালক গাড়িটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এতে সেখান থেকে পড়ে আহত হন তিনি। পরে তাকে রংপুর নগরীর প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে হাসপাতাল ত্যাগ করেন তিনি।
বর্তমানে মির্জা ফখরুল সুস্থ আছেন বলে জানান বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, চিকিৎসা শেষে বিএনপির মহাসচিব ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম