মিয়ানমার থেকে আটটি ট্রলারে ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে পৌঁছেছে। দেশটি থেকে আজ মঙ্গলবার আরও ২ হাজার মেট্রিকটন পেয়াজ এসে পৌঁছাবে বলে জানানো হয়েছে। গতকাল সোমবার রাতে টেকনাফে পেঁয়াজের এ চালান আসে। এর আগে রোববার দুটি জাহাজ ভর্তি পেঁয়াজ বাংলাদেশে আসে।
এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরে কাস্টমস সুপার আবছার উদ্দিন গণমাধ্যমকে বলেন, ভারত থেকে রপ্তানি বন্ধ করার সঙ্গে সঙ্গে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বাড়ছে। জেটিতে পৌঁছানো পেঁয়াজের ট্রলারগুলো খালাসপ্রক্রিয়া শেষ করে দ্রুত দেশের বিভিন্ন জেলা শহরে চালান করা হচ্ছে।
এদিকে, তুরস্ক ও মিসর থেকেও পেঁয়াজ আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাণিজ্য সচিব মো. মো. জাফর উদ্দীন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, যদি কেউ মজুত করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক