সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এরা কারা আজকে যাদের নাম শুনি, পত্রপত্রিকায় চেহারা দেখি, বিরাট ধনী? কোথায় থেকে এসে একেক জন বিরাট ডন হয়ে গেছে। এইসব ডনরা এখন চষে বেড়ায় ঢাকা শহর। এখন যেসব ডনরা সামনে পিছনে গাড়ি ও মোটরসাইকেলের বহর নিয়ে মহড়া দেন, তাদের কাউকেই আন্দোলন-সংগ্রামের সময় খুঁজে পাওয়া যায়নি। এরা আগে কোথায় ছিল- যখন আমরা রাস্তায় মার খেতাম? এরশাদ বিরোধী আন্দোলনে, বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনে, আন্দোলন-সংগ্রামে এরা কোথায় ছিল? একটার চোহারও তো দেখিনি। এখন বিভিন্ন আলোচনা সভা ও সেমিনারে যাদের প্রথম সারিতে দেখি, তাদের কাউকেই চেনা যায় না। তারা কারা? আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন, কবর দিয়েছেন, এসব ডনদেরও কবর দিতে পারবেন, ইনশাল্লাহ।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘লুটেরাদের বিরুদ্ধে রুখে দাড়াও: বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোল’ শীর্ষক এ সভায় আরো বক্তব্য রাখেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর আহমদ পল্টু প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু।
বিডি প্রতিদিন/এ মজুমদার