বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১০ দফার সব দফা মেনে নিয়েছেন উপাচার্য। তারপরও নাকি সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করবে। কেন করবে জানি না। এরপর আন্দোলন করার কী যৌক্তিকতা থাকতে পারে?
আজ শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলয়নায়তনে মহিলা শ্রমিক লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বুয়েটে হত্যাকাণ্ডের খবর শোনার পর আমি কোনো আন্দোলনের অপেক্ষা করিনি। সঙ্গে সঙ্গেই পুলিশকে নির্দেশ দিয়েছি, অভিযুক্তদের গ্রেফতার কর। ভিডিও ফুটেজ থেকে সমস্ত তথ্য সংগ্রহ কর। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ রাখতে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা